• NEWS PORTAL

  • বুধবার, ১৮ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্বর্ণ ও রূপার দাম পুনর্নির্ধারণ, বুধবার থেকেই কার্যকর

প্রকাশিত: ২৩:০৬, ১৩ মে ২০২৫

আপডেট: ০০:৫২, ১৪ মে ২০২৫

ফন্ট সাইজ
স্বর্ণ ও রূপার দাম পুনর্নির্ধারণ, বুধবার থেকেই কার্যকর

প্রতিকী ছবি

আবার স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিলো বাজুস। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এম মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণ ও রূপার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার (১৪ মে) থেকে সারা দেশে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, মঙ্গলবার (১৩ মে) তাদের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট হলমার্ক: ১,৬৯,৮৯৬ টাকা, ২১ ক্যারেট হলমার্ক: ১,৬২,৩৮২ টাকা, ১৮ ক্যারেট হলমার্ক: ১,৩৯,৬০২ টাকা, সনাতন পদ্ধতি: ১,০৮,৬৯৬ টাকা।

রূপার নতুন দাম (প্রতি ভরি): ২২ ক্যারেট হলমার্ক: ২,৮১০ টাকা, ২১ ক্যারেট হলমার্ক: ২,৬৮০ টাকা, ১৮ ক্যারেট হলমার্ক: ২,২৯৭ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা।

বাজুস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন মূল্যই দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: