বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা দিলেন গভর্নর

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে আজ (বুধবার) থেকে বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ‘ডলার রেট বাজার ভিত্তিক করার জন্য অপেক্ষা করেছি। এখন আমাদের বাজারভিত্তিক করার সময় এসেছে। তার মানে যেকোনো দামে তা কিনবে হবে না।’
তিনি বলেন, ‘ডলার রেট এখন যে জায়গায় আছে, তার আশেপাশেই থাকবে। ১৪০-১৫০ টাকা হবে, এটা যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট এ দেশের নিয়ম অনুযায়ী ঠিক হবে। অন্যদেশের কথায় এখানে ডলার রেট ঠিক হবে না। বাজারে ডলারের যথেষ্ট সরবরাহ আছে।’
ড. আহসান বলেন, ‘আইএমএফ ঋণ নিশ্চিত হওয়ায় জুন মাসের মধ্যে বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক দাতা সংস্থা থেকে বাংলাদেশ মোট ৩.৫ বিলিয়ন ডলার পাবে।’
বাজারে ডলারের তারল্য থাকার কারণে নতুন বিনিময় হার বিদ্যমান হারের কাছাকাছিই থাকবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
তিনি আরও জানান, আজকের বৈঠকে ব্যাংকগুলোকে বাজারভিত্তিক বিনিময় হারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, ‘বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে।’
গত ১৩ মে একাধিক বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বিনিময় হারে আরও বেশি নমনীয় করার বিষয়ে চূড়ান্তভাবে একমত হয়। গভর্নরের নেতৃত্বে চলা এসব বৈঠকের মাধ্যমেই এ সমঝোতা হয়।
এর ফলে, আইএমএফ আগামী জুন মাসে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের মধ্যে ১.৩ বিলিয়ন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছে। এর আগে, ‘ক্রলিং পেগ’ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হারে নমনীয়তা বাস্তবায়ন নিয়ে মতবিরোধ থাকার কারণে এই অর্থ ছাড়ে বিলম্ব হচ্ছিল।
বিভি/এসজি
মন্তব্য করুন: