এবারও এডিপির বড় পাঁচ খাতে ৭০ শতাংশ বরাদ্দ

ছবি: সংগৃহীত
আগামী ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির-এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা। উন্নয়ন বাজেটে বরাবরের মতো এবারও বড় পাঁচ খাতে দেওয়া হয়েছে ৭০ শতাংশ বরাদ্দ।
আজ (১৮ মে) চূড়ান্ত করা হবে উন্নয়ন বাজেট। পরিকল্পনা কমিশনে এনইসি সভায় অনুমোদন দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বরাবরের মতো এবারও অর্থ বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের ২৫ দশমিক ৬৪ শতাংশ। টাকার অংকে ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা বরাদ্দ থাকছে এ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১৪ দশমিক শূন্য ৮ শতাংশ, যা ৩২ হাজার ৩৯২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া, ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে শিক্ষা খাত। গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে বরাদ্দ পেয়েছে ২২ হাজার ৭৭৬ কোটি টাকা। বরাদ্দের বিচারে এরপরই স্বাস্থ্যখাত, বরাদ্দ পাচ্ছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা।
বিভি/এআই
মন্তব্য করুন: