শুধু রোডম্যাপ নয়, বিনিয়োগে গতি আনতে নির্বাচনের তারিখ ঘোষণা প্রয়োজন: সিপিডি

বিনিয়োগের গতি আনতে শুধু রোডম্যাপ নয়, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রয়োজন বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি। গবেষণা প্রতিষ্ঠানটির মতে, বিনিয়োগকারীরা রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দেখতে চায়। চলমান প্রবণতায় চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ১ লাখ ৫ হাজার কোটি টাকা দাঁড়াবে বলেও ধারণা সিপিডির।
২০২৪-২৫ অর্থবছরের বাজেট পর্যালোচনা নিয়ে রাজধানীতে সিপিডি কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে বলা হয়, এক-আধটু সংস্কার দিয়ে কোনো ক্ষেত্রেই এগুনো যাবে না। প্রয়োজন প্রতিষ্ঠানিক সংস্কারের।
অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া কখনই লাভজনক বলে প্রমাণিত হয়নি। বরং সামাজিক অবক্ষয় ও দুর্নীতি করার প্রবণতা বাড়িয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সংস্কার থেকে পিছিয়ে আসার সুযোগ নেই, প্রয়োজনীয় কিছু সংশোধন করে বাস্তবায়ন করার পরামর্শ তার। কেন্দ্রীয় ব্যাংকের প্রদক্ষেপ দীর্ঘ মেয়াদে ঋণ খেলাপি কমানো ও সুদের হার কমাবে বলেও মনে করে সিপিডি।
বিভি/টিটি
মন্তব্য করুন: