ব্লু-ইকোনমি গড়ার নানা সম্ভাবনা থাকলেও বাস্তবে নেই উদ্যোগ

ছবি: সংগৃহীত
মোংলা সমুদ্র বন্দর ও আশপাশের অঞ্চল ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতি গড়ার নানা সম্ভাবনা থাকলেও, বাস্তবে নেই এর কেন উদ্যোগ। গবেষক ও অর্থনীতিবিদরা বলছেন, সমুদ্র বন্দর কেন্দ্রীক বাণিজ্যিক কার্যক্রম, সাগরের মৎস্য এবং সুন্দরবনের কার্বন ব্লু-ইকোনমির অপার সম্ভাবনা কাজে লাগানো গেলে বাংলাদেশের অর্থনীতি আরো সুদৃঢ় হবে।
সুনীল অর্থনীতি বা ব্লু-ইকোনমি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। অর্থাৎ, সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশের বিশাল জলরাশিতে মৎস্য ভান্ডার, শৈবাল, ঝিনুক এবং সুন্দরবনের কার্বনকে ঘিরে ব্লু-ইকোনমি গড়ে তোলা সহজ।
ব্লু ইকোনমির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সম্প্রসারিত হতে পারে বলে মনে করেন অর্থনীতিবীদরা।
তবে এ সম্ভাবনা কাজে লাগানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি ব্যবসায়ীদের।
দ্রুত এ সম্পদ কাজে লাগিয়ে দেশের অর্থনীতি উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিভি/এআই
মন্তব্য করুন: