শুধু আইন দিয়ে অর্থ পাচার প্রতিরোধ করা সম্ভব নয়: ডেপুটি গভর্নর

আমদানি-রফতানি বাণিজ্যের আড়ালে হওয়া অর্থ পাচার শুধু আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এজন্য বিশেষ নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএম এর সেমিনারে এ তথ্য জানান তিনি।
অনুষ্ঠানে ব্যাংকাররা বলেন, খেলাপি ঋণের অর্থ, ঘুষ, চাঁদাবাজি ও কর ফাঁকির টাকা বিভিন্ন উপায়ে পাচার হচ্ছে। পাচার হওয়া ৮০ ভাগ অর্থই যাচ্ছে আমদানি-রফতানি বাণিজ্যের আড়ালে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাচার হলেও এই অর্থ উদ্ধার বা অপরাধীদের শাস্তির আওতায় আনতে সফলতা খুবই কম বলে জানিয়েছেন বিআইবিএম এর গবেষণা বিভাগের অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবিব।
প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস এম আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, পাচারকারীরা যত ধূর্তই হোক না কেনো তাদের সন্দেহের তালিকায় রাখতে হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: