এই প্রথম ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ

প্রথমবারের মতো বাংলাদেশ এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। রবিবার (২৭ জুলাই) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই তথ্য প্রকাশ করেছে।
ইআরডির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা ২১ শতাংশ বেড়ে চার বিলিয়ন ছাড়িয়েছে।
আগের বছরগুলোর তুলনায় বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অপেক্ষাকৃত কম পরিমাণ বৈদেশিক অর্থ সহযোগিতা পেয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: