‘সাধারণ আইন দিয়ে অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সম্ভব নয়’

ছবি: ড. আব্দুল মঈন খান
অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের আলাদা আলাদা মামলার ফলে বিচার পেতে বহুকাল লেগে যাবে। এই হত্যাকাণ্ডের বিচারের জন্য একটি মামলাই যথেষ্ট। সাধারণ আইন দিয়ে অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা কখনোই সম্ভব হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শনিবার (২ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘রক্তঝরা জুলাই-আগস্ট: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, এক বছরেও অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। মানসিকতার পরিবর্তন না হলে পুরো সংবিধান পরিবর্তন করলেও তা কাজে আসবে না। এ সময় অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র উত্তরণের পথকে দীর্ঘ না করার আহ্বানও জানান তিনি।
বক্তারা বলেন, অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগীতা চলছে তা অগ্রহণযোগ্য। ঐক্যে বিভক্তি দেখা দিলে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিতে পারে বলেও সতর্ক করেন তারা।
বিভি/এআই
মন্তব্য করুন: