• NEWS PORTAL

  • বুধবার, ০১ অক্টোবর ২০২৫

টানা ৪ দিন বন্ধ থাকবে দেশের আর্থিক খাতের কার্যক্রম

প্রকাশিত: ১৫:৩৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টানা ৪ দিন বন্ধ থাকবে দেশের আর্থিক খাতের কার্যক্রম

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম টানা চার দিন বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে ১ দিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে টানা চারদিন দেশের আর্থিক খাতের কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ৫ অক্টোবর (রবিবার) থেকে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন শুরু হবে। 

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে রোববার (৫ অক্টোবর) থেকে সাধারণ সময়ের মত অর্থাৎ সকাল ১০টায় থেকে শুরু হয়ে পুঁজিবাজারে লেনদেন চলবে।

অন্যদিকে ছুটি শেষে রবিবার থেকে সাধারণ সময়ের মতোই ব্যাংকগুলোতে লেনদেন চলবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2