চিহ্নিত ব্যাংক লুটেরাদের ‘কুলাঙ্গার’বললেন ড. ফরাসউদ্দিন

ছবি: সংগৃহীত
চিহ্নিত ব্যাংক লুটেরাদের `কুলাঙ্গার' বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ১০/১৫ জন কুলাঙ্গারের সম্পদ শুধু বাজেয়াপ্ত করার আদেশ দিলেই হবে না, তাদের সম্পদ সরকারের খাতায় নিতে হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামষ্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে সকালে পিআরআই আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি।
এসময় এক প্রশ্নের জবাবে ফরাসউদ্দিন বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এক হওয়া ব্যাংকিং খাতের দুরাবস্থার জন্য দায়ী।
ঢাকা চেম্বার অব কমার্সে সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন থাকলে গভর্নরকে পালিয়ে যেতে হতো না। মৃতপ্রায় ব্যাংক একীভূত করলে ভালো হয়ে যাবে এমন ধারণা সঠিক নয় বলে মনে করেন তিনি।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান বলেন, বিনিয়োগকারীরা রাজনৈতিক সরকারের প্রতীক্ষায় রয়েছেন। রফতানি-রেমিট্যান্স ও রিজার্ভ ঘুরে দাঁড়ালেও জ্বালানির সংকট এখনো দুশ্চিন্তার বিষয়।
বিভি/এআই
মন্তব্য করুন: