বৃষ্টির অজুহাতে বাজারে সবজির দাম আরও বেড়েছে

ছবি: সংগৃহীত
বৃষ্টির অজুহাতে আরও বেড়েছে সবজির দাম। হাতেগোনা দু’চারটি বাদে বেশিরভাগ সবজিরই দাম একশ টাকার ওপরে। আর কেজিতে একশ আশি টাকা পর্যন্ত বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে তিনশ টাকা। ডিম-মুরগির দাম আপরিবর্তিত থাকলেও মাছের দাম বেশ চড়া। সরবরাহ ঠিক থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে।
ঢাকাসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। এতে কাঁচাপণ্য সরবরাহ কিছুটা ব্যাহত হলেও সেই অজুহাতে বেড়েছে সবধরণের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০০ টাকা বেড়েছে কাঁচামরিচের দাম।
একইসাথে বেশিরভাগই সবজির দাম বেড়েছে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত। এতে বাজারে গিয়ে অস্বস্তিতে পড়েন ক্রেতারা।
বাজারে সবধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। ইলিশের দামও বেড়েছে কেজিতে তিনশ টাকা পর্যন্ত।
ভারত থেকে আমদানি করা চাল বাজারে আসায় কেজিতে আট থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। মিনিকেটসহ অন্যান্য চালের দামও কমেছে কেজিতে তিন থেকে চার টাকা।
এদিকে, অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্রয়লার একশ সত্তর, সোনালী মুরগী বিক্রি হচ্ছে দুইশ নব্বই থেকে তিনশ টাকার মধ্যে।
বিভি/এআই
মন্তব্য করুন: