সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম, ডিম-মুরগি নাগালের মধ্যেই

রাজধানীর কাঁচাবাজারে আরেক দফা দাম বেড়েছে সবজির দাম। দু একটি বাদে বেশিরভাগ সবজির কেজিই ৭০ থেকে ৮০ টাকা। বৃষ্টি-বন্যার অজুহাত বিক্রেতাদের। তবে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। ডিম আর মুরগির দামও আছে নাগালের মধ্যেই।
শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, ডালি বোঝাই সবজির পসরা সাজিয়ে বিক্রেতার অপেক্ষায় ক্রেতারা। তবে বৃষ্টি থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল কিছুটা কম।
সবজির দাম কিছুটা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। অজুহাত বৃষ্টি। তবে মাছের বাজারে আছে স্বস্তি। সরবরাহ বাড়ায় দাম কমার কথা বলছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছ কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমার কথা বলছেন তারা, তবে একমত নন ক্রেতারা।
তেল, ডাল, চিনিসহ মুদি বাজারে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ পন্য। ক্রেতারা বলছেন রাস্তায় পণ্যবাহী বাহনের হয়রানি কমলে কমবে পণ্যের দাম।
গত সপ্তাহর তুলনায় কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার ১০ টাকা কমে ১৭০ এবং সোনালি মুরগি ২০ টাকা কমে ৩০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: