স্বর্ণের পর এবার কমলো রুপার দামও

দেশে টানা পাঁচ দফা বৃদ্ধির পর অবশেষে কমেছে রুপার দাম। বুধবার (২২ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৩৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকায়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে নতুন এই দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে স্থানীয় বাজারে রুপার মূল্য কমেছে। এ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম দাঁড়িয়েছে ৫,৪৭০ টাকা, ২১ ক্যারেটের ৫,২১৪ টাকা, ১৮ ক্যারেটের ৪,৪৬৭ টাকা ও সনাতন পদ্ধতির ৩,৩৫৯ টাকা।
বাজুস আরও জানিয়েছে, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।
এর আগে চলতি বছরের ১৩ অক্টোবর রুপার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১,২২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ৬,২০৫ টাকায়। এটি তখন দেশের ইতিহাসে সর্বোচ্চ রুপার দাম হিসেবে রেকর্ড হয়। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৫,৯১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৫,০৭৪ টাকা ও সনাতন পদ্ধতির দাম ৩,৮০২ টাকা।
চলতি বছর এটি রুপার দাম সমন্বয়ের ৮ম দফা। এর মধ্যে দাম বেড়েছে ৬ বার, আর কমেছে মাত্র ২ বার।
এদিকে একই দিনে স্বর্ণের দামেও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৮,৩৮৬ টাকা কমিয়ে ২,০৮,৯৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ২১ ক্যারেটের দাম ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১,৭০,৯৯৪ টাকা ও সনাতন পদ্ধতির দাম ১,৪২,২১৯ টাকা।
চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার, আর কমানো হয়েছে ১৯ বার। গত বছর এই সংখ্যা ছিল ৬২ বার, যেখানে দাম বাড়ানো হয়েছিল ৩৫ বার এবং কমানো হয়েছিল ২৭ বার।
বিভি/টিটি
মন্তব্য করুন: