• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

সবজি-ডিম-মুরগির বাজারে স্বস্তি, চড়া মাছের  

প্রকাশিত: ১৪:৩৩, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সবজি-ডিম-মুরগির বাজারে স্বস্তি, চড়া মাছের  

ছবি: সংগৃহীত

অবশেষে কমতে শুরু করেছে সবজির দাম। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বেশিরভাগ সবজিরই দাম কমেছে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত। একইসাথে কমেছে ডিম ও মুরগির দাম তবে। এখনো চড়া মাছের বাজার। 

বৃষ্টি কিংবা নানা অজুহাতে গত কয়েক মাস ধরেই অস্থিরতা ছিল সবজির বাজারে। এখন কিছুটা কমেছে এসব সবজির দাম। সপ্তাহের ব্যবধানে শিম, বেগুন, মুলার দাম নেমে এসেছে প্রায় অর্ধেকে। 

সব ধরণের মুরগির দামও কমেছে কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। একইসাথে ডজনে ১০ টাকা পর্যন্ত কমেছে ডিমের দাম।  

ডিম, মুরগি ও সবজির দামে কিছুটা স্বস্তি মিললেও এখনো চড়া মাছের দাম। দুই-একটি বাদে সব মাছই সাধারণের নাগালের বাইরে।

নিত্যপণ্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2