বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, বৃদ্ধির কারণ কী?
ডলারের দুর্বলতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের মধ্যে বাণিজ্য চুক্তির ফলাফল নিয়ে বিনিয়োগকারীরা এখনও সতর্ক অবস্থান। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বর্ণের দাম ২ শতাংশ বেড়েছে। খবর রয়টার্সের।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ড ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ০০৪.৭৫ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ০১৮.৩০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর মাসে ফেডের আরও সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পাওয়া স্বর্ণের জন্য নেতিবাচক। তবে দীর্ঘমেয়াদে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ধারায় থাকতে পারে।
এফএক্সটিএমের সিনিয়র গবেষণা বিশ্লেষক লুকমান ওতুনুগা বলেন, ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠকের ফলাফল এবং ফেডের এই বছর দ্বিতীয়বারের মতো সুদের হার কমানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের হজম করার সঙ্গে সঙ্গে স্বর্ণের দাম আরও বাড়তে দেখা যাচ্ছে।
গত বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট হার কমানোর ঘোষণা দিয়েছে। যার ফলে বেঞ্চমার্ক রাতারাতি সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪.০০ শতাংশ লক্ষ্যমাত্রায় পৌঁছেছে।
লুকমান ওতুনুগা বলেন, মুদ্রানীতির ক্ষেত্রে, ব্যবসায়ীরা এখনো ডিসেম্বরের মধ্যে মূল্য হ্রাসের ৭০ শতাংশ সম্ভাবনার মধ্যে রয়েছেন, যদিও পাওয়েল আরও সুদের হার কমানোর প্রত্যাশা কমানোর চেষ্টা করছেন।
বিভি/টিটি




মন্তব্য করুন: