সবজি, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি, চড়া মাছের দাম
 
								
													শীতের আগাম সবজি আসায় কমছে দাম। কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা কমে বেশিরভাগ সবজিই নেমে এসেছে পঞ্চাশ টাকার মধ্যে। সবচেয়ে বেশি কমেছে শিম, মুলা, ফুলকপি-বাধাকপির দাম। সবজির পাশাপাশি কমেছে ডিম ও মুরগির দামও। তবে, এখনও চড়া মাছের দাম।
নানা অজুহাতে গত কয়েক মাস ধরেই আশি থেকে একশ বিশ টাকায় বিক্রি হতো বেশিরভাগ সবজি। তবে এখন বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে।
শীতকালীন সবজির মধ্যে প্রতি কেজি শিম ৫০ থেকে ৭০, মুলা ত্রিশ টাকা, প্রতি পিস ফুলকপি-বাধাকপি বিক্রি হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ টাকা দরে। এছাড়া অন্যান্য সবজির দাম কমেছে কেজিতে বিশ থেকে ত্রিশ টাকা।
সবজির দাম কমার প্রভাব পড়েছে ডিম ও মুরগির বাজারেও। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিম মিলছে একশ বিশ থেকে পঁচিশ আর সবধরনে মুরগির দাম কমেছে কেজিতে বিশ টাকা পর্যন্ত।
তবে, এখনও কোনো সুখবর নেই মাছের বাজারে। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশের সরবরাহ শুরু হলেও দাম আকাশচুম্বি। অন্যান্য মাছও নেই সাধারণের নাগালের মধ্যে।
এদিকে, কয়েক সপ্তাহ থেকে স্থিতিশীল রয়েছে চালের দাম। 
 
বিভি/টিটি
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: