• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

বাংলাবান্ধা দিয়ে নেপালে ১,৪০৭ টন আলু রফতানি

প্রকাশিত: ১৬:১৯, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাবান্ধা দিয়ে নেপালে ১,৪০৭ টন আলু রফতানি

ফাইল ছবি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে এক হাজার ৪০৭ টন আলু রফতানি হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার) সকাল থেকে বিকাল পর্যন্ত এই আলু রফতানি হয়। এর মধ্যে এস্টারিক্সসহ প্রায় বেশ কয়েকটি জাতের আলু ছিলো বলে জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান।

তিনি বলেন, একদিনে সর্বোচ্চ ৬৭ ট্রাকে করে এই আলু রফতানি হয়। আলুগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাছাই করে নেপালে রফতানি করে বিভিন্ন রফতানিকারক প্রতিষ্ঠান।

এর আগে, বুধবার (২৯ অক্টোবর) ২৮ ট্রাকে করে ৫৮৮ টন আলু রফতানি হয়। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ মাসে ৩৯ হাজার ৩৯ টন আলু রফতানি হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2