• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

নিউমুরিং টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ

প্রকাশিত: ১১:২৭, ১ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:২৭, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নিউমুরিং টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণঅনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ। শনিবার (১ নভেম্বর) সকালে নগরীর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি শুরু হয়।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা। এই বন্দর বিদেশিদের হাতে তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বছরে হাজার কোটি টাকার রাজস্ব দেয়, সেটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তি গোপন রাখা হয়েছে যা স্বচ্ছতা ও জনগণের জানার অধিকার লঙ্ঘন করছে।

গণঅনশন কর্মসূচিতে এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে আহ্বান জানানো হয়। অন্যথায় বন্দর্র শ্রমিক-কর্মচারীরা বন্দর অচলসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। বিকাল ৪টা পর্যন্ত চলবে এই গণঅনশন কর্মসূচি।   

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2