রিহ্যাব মেলার পর্দা নামছে কাল
রিহ্যাব ফেয়ার ২০২৫ এখন শেষ প্রান্তে। শুক্রবার (২৬ ডিসেম্বর) মেলার তৃতীয় দিন। আগামীকাল (২৭ ডিসেম্বর, শনিবার) পর্দা নামবে আবাসন খাতের সবচেয়ে বড় এই আয়োজনের। সময়ের হিসেবে আর মাত্র একটি দিন বাকি রয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় নানা বাধাবিপত্তি পেরিয়ে বিকাল গড়াতেই মেলার প্রাঙ্গণে ঢল নামে দর্শনার্থীদের।
শহরের যানজট, ব্যক্তিগত ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব; সবকিছুর মাঝেও মানুষ ছুটে এসেছে একটি স্বপ্নের টানে। ভাড়ার ঘরের অনিশ্চয়তা পেরিয়ে নিজের একটি ঠিকানা খোঁজার স্বপ্নই যেন আজ হাজারো মানুষকে এক সুতোয় বেঁধেছে। কেউ এসেছেন পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধু বা সহকর্মীর সঙ্গে। বিকালের পর থেকে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রতিটি স্টল ঘিরে তৈরি হয় প্রাণচঞ্চল পরিবেশ।
মেলায় ঘুরে দেখা যায়, কেউ খোঁজ করছেন সাধ্যের মধ্যে একটি ছোট ফ্ল্যাট, কেউ আবার ভবিষ্যতের জন্য একটি প্লটের কথা ভাবছেন। তবে বেশি চাহিদা ছোট ফ্ল্যাটের। নির্মাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ধৈর্য নিয়ে ক্রেতাদের বোঝাচ্ছেন বিভিন্ন প্রকল্প, কিস্তির সুবিধা, ছাড় ও মেলার বিশেষ অফার নিয়ে। অনেকেই প্রথমবারের মতো বুঝতে পারছেন, সঠিক পরিকল্পনা আর তথ্য থাকলে নিজের বাসার স্বপ্ন একেবারেই অসম্ভব নয়।
হক হোমস এ্যান্ড বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইমদাদুল হক বলেন, সকালের দিকে প্রচন্ড শীত থাকায় লোক সমাগম কম ছিল। কিন্তু, বিকালের দিকে তুলনামুলকভাবে ক্রেতারা তাদের কাঙ্খিত প্রপার্টি খোঁজ করেন।
ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে রেডি ও অনগোয়িং আবাসন প্রকল্প নিয়ে রিহ্যাব ফেয়ার ২০২৫-এ অংশ নিয়েছে ক্রিডেন্স হাউজিং লিমিটেড। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড় ও বুকিং অফার ঘোষণা করেছে তারা।
আজকের ভিড় শুধু সংখ্যায় নয়, অনুভূতিতেও ভারী। কারণ আগামীকালই শেষ সুযোগ। যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, তারাও অন্তত দেখে যাচ্ছেন, তথ্য নিচ্ছেন, তুলনা করছেন, আগামীতে ফ্ল্যাট ক্রয় করবেণ। মেলার শেষ দিনে হয়তো আবার আসবেন; এই আশায় অনেকে আজই প্রাথমিক কথাবার্তা সেরে রাখছেন। রিহ্যাব ফেয়ার তাই কেবল কেনাবেচার জায়গা নয়, এটি হয়ে উঠেছে ভাবনার, সাহস জোগানোর এবং স্বপ্ন গুছিয়ে নেওয়ার একটি বড় প্লাটফর্ম। আগামীকাল পর্দা নামবে রিহ্যাব ফেয়ার ২০২৫-এর।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: