• NEWS PORTAL

  • রবিবার, ০৩ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লভ্যাংশ ঘোষণা করেছে ৩ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:০১, ১৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
লভ্যাংশ ঘোষণা করেছে ৩ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। বুধবার (১৬ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। যেসব ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে সেগুলো হলো: মার্কেন্টাইল ব্যাংক, উত্তরা ব্যাংক এবং ব্যাংক এশিয়া।

মার্কেন্টাইল ব্যাংক
ব্যাংকটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ ১২.৫০ শতাংশ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৪৬ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২.১৬ টাকা।  গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৯১ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল ১১ টায় ডিজিটাল প্ল‌্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

ব্যাংক এশিয়া
ব্যাংকটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ ৭.৫০ শতাংশ এবং ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩.১৭ টাকা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.০৮ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল ১১ টায় ডিজিটাল প্ল‌্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

উত্তরা ব্যাংক
ব্যাংকটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা  করেছে। এর মধ্যে নগদ ১৪ শতাংশ এবং ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩.৮০ টাকা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৮৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ এপ্রিল সকাল ১১ টায় ডিজিটাল প্ল‌্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৬ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: