‘আর্থিকখাতের দুর্বলতা মোকাবিলাই আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ’

ড. ফাহমিদা খাতুন
আর্থিকখাতের দুর্বলতা মোকাবিলাই আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।
সোমবার (২৭ মার্চ) দুপুরে ধানমন্ডিতে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে আসন্ন ২০২৩-২৪ অর্থবছরে সিপিডির সুপারিশমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
তিনি বলেন, চলতি অর্থবছরে রাজস্ব আহরণের যে গতি এতে করে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আহরণ ৭৫ হাজার কোটি টাকা কম হতে পারে।
এসময় সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমান বাজার ব্যবস্থাপনা ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে, কোনো ম্যাকানিজমই কাজে আসছে না। বাজারে বড়দের প্রভাব প্রতিনিয়তই বাড়ছে বলেই এমন পরিস্থিতি।
ভোক্তার উপর মূল্য বাড়িয়ে বিদ্যুৎ এর দাম সমন্বয় করা অযৌক্তিক উল্লেখ করে ক্যাপাসিটি চার্জ থেকে সরকারকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি।
বিভি/টিটি
মন্তব্য করুন: