গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকলে বাজেট বাস্তবায়ন সম্ভব নয়: দেবপ্রিয়
গণতান্ত্রিক জবাবদিহিতা না থাকলে বাজেট বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। দারিদ্র্য কমলেও বৈষম্য বাড়ছে বলে মনে করেন তিনি।
বুধবার (৭ জুন) সিপিডি আয়োজিত 'জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন সংস্থাটির সম্মানীয় ফেলো। বলেন- শুধু আয়েই নয়, ভোগের ক্ষেত্রেও প্রকট হয়েছে বৈষম্যের হার।
সাধারণ মানুষের জীবনধারণের স্বস্তির জন্য বাজেটে তেমন কোনো উদ্যোগ নেই বলেও মনে করেন তিনি। আরো বলেন, বড় বাজেট এবং ভালো বাস্তবায়ন নিয়ে সরকারের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মূল্যস্ফীতির হার নিয়ে দুই মন্ত্রণালয় আলাদা আলাদা তথ্য দিচ্ছে। অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে, যা বাজারকে উস্কে দেবে বলেও শঙ্কা এই অর্থনীতিবিদের।
বাংলাদেশের প্রবৃদ্ধি পরিসংখ্যানের বিষয় নয়, এটি এখন রাজনৈতিক অভিলাষে পরিণত হয়েছে বলে মনে করেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বিভি/রিসি
মন্তব্য করুন: