সংগীত ছাড়তে চেয়েছিলেন বাপ্পি
বাপ্পি লাহিড়ী’র জীবনের কিছু অজানা গল্প

তিনি ডিস্কো কিং। তাঁর সুর দেওয়া গান মানেই নতুন ট্রেন্ড। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’ ছবির গানে আজও হইচই ওঠে যে কোনও ক্লাবে, ডিস্কো থেকে। তাঁর সুরে পা স্থির রাখা খুব কঠিন। সত্তর থেকে আশির দশকে বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri) ম্যাজিকই ছিল এমন। তবে শুধু ডিস্কো গানেই নয়, রোমান্টিক গানেও বাপি লাহিড়ীর সুরে ছিল সমান জাদু। বাংলা ছবি ‘অমরসঙ্গী’র ‘চিরদিনই তুমি যে আমার’ তো এখনও প্রেমের গানের তালিকায় শীর্ষে। তবে জানেন, সেই বাপ্পি লাহিড়ীই একবার ঠিক করেছিলেন সংগীত ছেড়ে দেবেন। আর এর নেপথ্যের কারণ ছিল, মামা কিশোরকুমার!
কিশোরকুমারকে মামা বলে ডাকতেন তিনি। কিশোরকুমারও অত্যন্ত স্নেহ করতেন বাপ্পিকে। লাহিড়ীর সুরে একের পর গান গেয়েছেন কিশোরকুমার। সে গান আজও গানপ্রেমী মানুষদের মুখে মুখে। জানা যায়, কিশোরকুমারের মৃত্যুর পর একেবারেই ভেঙে পড়েছিলেন বাপ্পি। আর তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন আর কোনও দিনও গানে সুর দেবেন না। পরে অবশ্য় সে সিদ্ধান্ত বদলেও দেন অনুরাগীদের কথা ভেবে।
প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী আর নেই
১৯ বছর বয়সে কলকাতা থেকে মুম্বই পাড়ি দেন বাপ্পি লাহিড়ী। বলিউডে শুরু করেন সুরের যাত্রা। ১৯৭৩ সালে ‘ননহা শিকারি’ ছবি থেকে সুরকার হিসেবে তাঁর কেরিয়ার শুরু। প্রথম থেকেই নজর কেড়ে নেন বাপি লাহিড়ী। তবে তাঁর আগে ১৯৭২ সালে বাংলা ছবি দাদুতে সুর দিয়েছিলেন লাহিড়ী।
সে সময় মহম্মদ রফি ও কিশোরকুমারের মধ্যে ছিল কঠিন লড়াই। রফি ভাল, নাকি কিশোর তা নিয়ে তুমুল তরজা লেগেই থাকত অনুরাগীদের মধ্যে। এই সময়ই অসাধ্য সাধন করলেন বাপি লাহিড়ি। ‘জখমি’ ছবির জন্য একসঙ্গে বাপ্পি ও রফিকে গানও গাওয়ালেন তিনি। যা কিনা ইতিহাস তৈরি করেছিল।
গোটা ক্যারিয়ারে ৫০০টি ছবিতে পাঁচ হাজারের বেশি গানে সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী। একদিনে সবচেয়ে বেশি সংখ্যক গানের রেকর্ডিং করায় তাঁর নাম ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ডেও উঠেছিল।
তবে শুধু সুরকার হিসেবে নয়, বাপ্পি লাহিড়ির স্টাইল স্টেটমেন্টও নজর কেড়েছিল সবার। সোনার গয়নার প্রতি তাঁর আলাদা ভালবাসা ছিল। নানারকম সোনার গয়না পরতেও ভালবাসেন তিনি। জানা যায়, প্রত্যেক দিনই নতুন নতুন রকমের গয়না পরতেন। তাঁর গলায় শোভা পেত আটটি সোনার চেন! যা তিনি রোজ বদলে নিতেন।
বাপ্পি লাহিড়ীর গলায় ছিল গণেশের একটি লকেট। সেই লকেট ছিল পান্নাখচিত। বাপি লাহিড়ী এক সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন, মাইকেল জ্যাকশন নাকি একবার তাঁর এই লকেটের ভূয়সী প্রশংসা করেছিলেন। এবং বাপি লাহিড়ির কাছে এটি চেয়েও ছিলেন!
ডিস্কো ডান্সার ছবির ‘জিমি জিমি’ গান কে-না শুনেছে। এই গানটি এতটাই হিট হয়ে যে হলিউডের ছবিতেও ব্যবহার করা হয় বাপ্পি লাহিড়ীর এই গান। হলিউড ছবি ‘ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানস’ ছবিতে শোনা যায় ‘জিমি জিমি আজা আজা’।
গায়ক, সুরকারের পাশাপাশি সমাজসেবকও ছিলেন বাপ্পি লাহিড়ী। স্বেচ্ছাসেবী সংস্থা জাস্টিস ফর উডোসে তাঁর অবদানের জন্য বাপ্পি লাহিড়ীকে ‘হাউজ অফ দ্য লর্ড’ সম্মানও দেওয়া হয়েছিল।
বিভি/কেএস
মন্তব্য করুন: