• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করে ফার্মেসি শিক্ষা’

ইভা আক্তার, গবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৪৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
‘চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করে ফার্মেসি শিক্ষা’

দেশের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তুলতে পারে ফার্মেসি শিক্ষা। তাই দক্ষ ফার্মাসিস্ট তৈরিতে এ শিক্ষাকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি. এর জেনারেল ম্যানেজার (প্রোডাকশন) জনাব মো. মিয়াজউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে বই পড়ার কোন বিকল্প নেই। গণস্বাস্থ্য কেন্দ্রের লাইব্রেরিতে মেডিক্যাল বিষয়ক কিছু বই আছে যা অন্যান্য অনেক লাইব্রেরিতে নেই। এই বইগুলো বাংলাদেশের অনেক লাইব্রেরিতে যুক্ত করা উচিত। 

তিনি আরো বলেন, ফার্মেসি ঐতিহ্যবাহী ও বৈশিষ্ট্যমন্ডিত একটি বিষয়। ড.জাফরুল্লাহ চৌধুরী স্বাধীনতার পর থেকেই দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে গেছেন যা এখনো চলমান। দেশকে এগিয়ে নিতে আমাদের সেই পথে ধাবিত হতে হবে।

ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ডাঃ মো. ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।

এছাড়াও, ফার্মেসি বিভাগের অনান্য শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এসময়, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ড. জাফরুল্লাহ চৌধুরী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এর জন্য যে যে নীতি প্রণয়ন করেছিলেন তার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকে স্মরণ করবে। গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ নিয়ে তার স্বপ্ন ছিলো, এখান থেকে পড়ালেখা শেষ করে দেশের বিভিন্ন ঔষধ কোম্পানিগুলোতে কাজ করার মাধ্যমে দেশের মানুষের সেবা করবে। 

তিনি আরও বলেন, ‘জাতীয় ওষুধ নীতি অনুসরন করে ওষুধ উৎপাদন থেকে বিতরনে ফার্মাসিস্টদের কাজের সুযোগ নিশ্চিত করা এমনকি আমরা দেশের বিভিন্ন স্থানে ছোট ছোট যে দোকানগুলি দেখতে পাই যেখানে ওষুধ বিক্রি করা হয় সেখানেও তাদের হস্তক্ষেপের মাধ্যমে ওষুধের অপপ্রয়োগ নিয়ন্ত্রণ করা উচিত।’

এর আগে ক্যাম্পাসের একাডেমিক ভবন থেকে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়, যা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালিতে ফার্মেসি বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

প্রসঙ্গত, সারা বিশ্বে ২০১০ সাল থেকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হলেও বাংলাদেশে প্রথমবারের মতো ২০১৪ সালে এ দিবসটি পালন করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন: