• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যবিপ্রবি ছাত্র ইউনিয়নের নেতাকে ছুরিকাঘাত

জহুরুল ইসলাম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১৮, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যবিপ্রবি ছাত্র ইউনিয়নের নেতাকে ছুরিকাঘাত

যশোরের রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান আহমেদ প্রান্ত নামের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র ইউনিয়নের এক নেতা আহত হয়েছেন। জানা গেছে, পায়ে ও হাতে ছুরি মেরে তার কাছে থাকা জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করা হয়। বুধবার (২৭ সেপ্টেম্বর) আনুমানিক বিকাল সাড়ে পাঁচ টার দিকে এ ঘটনা ঘটে। পরে আদনানের বন্ধুরা তাকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। আদনান যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এবিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আদনান বলেন, আমি এক বন্ধুর বাসায় যাওয়ার পথে পথিমধ্যে টয়লেটে যাই। টয়লেট শেষে পিছন ফিরে তাকাতেই অজ্ঞাত একটি ছেলেকে দেখি। কিছু বুঝে ওঠার আগেই আমার পায়ে ছুরি দিয়ে আঘাত করে বসে। তারপর ছিনতাইকারীর সাথে আমার কিছুটা ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারী আমার হাতেও চাকু বসিয়ে দেয়। আমার আওয়াজ শুনে একটুখানি দূরে অবস্থান করা আমার এক বন্ধু এগিয়ে আসলে ছিনতাইকারী দেয়াল টপকিয়ে চলে যায়। আশপাশে মানুষ জড়ো হয় ও আমাকে সদর হাসপাতালে এনে ভর্তি করায়। এখন একটু স্বস্তি অনুভব করলেও ব্যথার পরিমাণটা অনেক বেশি।

এবিষয়ে ছাত্র ইউনিয়নের যবিপ্রবি সংসদের আহ্বায়ক রাশেদ খান বলেন, যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বষের ছাত্র এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যবিপ্রবি সংসদ এর কার্যকরী সদস্য আদনান আহমেদ প্রান্ত আজ বিকাল ৫.৩০ ঘটিকায় যশোর রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইকারীর আক্রমণের শিকার হয়েছে। তার পায়ে এবং কাঁধে ছুরিকাঘাত করে মারাত্মকভাবে জখম করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর এমন ন্যাক্কারজনক হামলা এবং ছিনতাই এর ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। একইসাথে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার জন্য যশোর জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি।

যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (এসআই) রোকন বলেন, আমি সংবাদ পেয়ে  আহত ছাত্রকে হাসপাতালে দেখতে যাই। আসামি ধরার বিষয়টি দেখতেছে চাচড়া ফাড়ি পুলিশ টিম এবং মোবাইল টিম। তারা ইতিমধ্যে আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছে। আসা করা যায় খুব শীঘ্রই আসামি ধরা পড়বে।

এ বিষয়ে যবিপ্রবির প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল-ইমরান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। শিক্ষার্থী আদনান তার ২জন বন্ধুর সাথে কুষ্টিয়া যাচ্ছিল। ট্রেনে উঠার আগে সে টয়লেটে যায়। টয়লেট থেকে বের হওয়ার সময় এক আততায়ি তাকে ছুরিকাঘাত করে এবং তার কাছে যা আছে সব বের করে দিতে বলে এ নিয়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সে চেচামেচি করলে তার বন্ধুরা এগিয়ে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তার প্রচুর রক্তক্ষরণ হতে থাকে যেখানে ৭ টি সেলাই দেওয়া লাগে। এ ঘটনায়  আমরা বিশ্ববিদ্যালয় থেকে তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা করবো।

বিভি/এজেড

মন্তব্য করুন: