• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিরাজনীতিকরণের নামে বুয়েটকে জঙ্গিবাদের আখড়া বানানো যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:৫৮, ১ এপ্রিল ২০২৪

আপডেট: ২২:০৩, ১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বিরাজনীতিকরণের নামে বুয়েটকে জঙ্গিবাদের আখড়া বানানো যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

বিরাজনীতিকরণের নামে বুয়েটকে জঙ্গিবাদের আখড়া বানানো যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (১ এপ্রিল) বিকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস-এর ৫৬ বছর পূর্তিতে 'মুক্তিযুদ্ধের স্মার্ট বাংলাদেশ'-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

হাছান মাহমুদ আরও বলেন, বুয়েটে সবসময় ছাত্র রাজনীতি ছিল, ভবিষ্যতেও থাকবে। 

দেশের অনেক বরেণ্য রাজনীতিবীদ বুয়েট থেকে পাস করেছেন উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, একটি গোষ্ঠী নির্বাচন বয়কট করেছিল এবং পরে বিদেশিদের মুখের দিক তাকিয়ে ছিল। কিন্তু বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানোর পর তাদের স্বপ্ন পূরণ হয়নি। সেই গোষ্ঠীটিই বুয়েটকে বিরাজনীতিকরণের মাধ্যমে পুরো দেশকে বিরাজনীতিকরণ করতে চায় বলেও অভিযোগ করেন ডক্টর হাছান মাহমুদ। 

বিভি/টিটি

মন্তব্য করুন: