• NEWS PORTAL

  • শুক্রবার, ১৩ জুন ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শিক্ষাপ্রতিষ্ঠানে কমলো গ্রীষ্মের ছুটি

প্রকাশিত: ১৭:০৭, ২০ জুন ২০২৪

ফন্ট সাইজ
শিক্ষাপ্রতিষ্ঠানে কমলো গ্রীষ্মের ছুটি

ছবি: ফাইল ফটো

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটির সিদ্ধান্ত পরিবর্তন করে কমিয়ে আনা হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটির সিদ্ধান্ত ছিলো। যা এখন পরিবর্তন করে আগামী মঙ্গলবার (২৫ জুন) পর্যন্ত করা হয়েছে। সে অনুযায়ী বুধবার (২৬ জুন) খুলে দেয়া হবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।  এ ছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে। সূত্রে আরও জানা যায়, শিক্ষাপঞ্জি অনুসারে এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ছিলো ২ জুলাই পর্যন্ত। এবার গ্রীষ্মের ছুটি এক সপ্তাহ কমতে পারে বলে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিলো।

 শিক্ষা মন্ত্রণালয় বলছে, পাঠদানের কর্মদিবস বছরব্যাপী কমেছে। এ ছাড়া শনিবারের বন্ধ পুনর্বহাল রাখার কারণে কর্মদিবস কমে যাবে। তাই গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: