• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাকসু নির্বাচন: মতবিনিময় শুরু ৯ অক্টোবর

সৈয়দ সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:৫৪, ৬ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
রাকসু নির্বাচন: মতবিনিময় শুরু ৯ অক্টোবর

দীর্ঘ ৩৪ বছর ধরে বন্ধ আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সকল কার্যক্রম। এত বছরে ১৩ জন উপাচার্যের দায়িত্ব শেষ হলেও রাকসু নির্বাচন আয়োজন করতে পারেননি তারা। 

২০১৯ সালে ডাকসু নির্বাচনের পর রাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসে বেশ জোরেসরে কথাবার্তা শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও আলোচনার উদ্যোগ নেওয়া হয়। তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. লুতফর রহমানের নেতৃত্বে ক্যাম্পাসের কিছু সংগঠনের সাথে আলোচনা সম্পন্ন হলেও আলোর মুখ দেখেনি রাকসু।

তবে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব রাকসু নির্বাচন আয়োজন নিয়ে দৃঢ় প্রতিজ্ঞ বলে একাধিক আলোচনায় মন্তব্য করেছেন।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চিন্তা করছে। এর অংশ হিসেবে আজ (৬ অক্টোবর) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব রাকসু কোষাধ্যক্ষ প্রফেসর মো. সেতাউর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম ও জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারের সাথে আলোচনা করেন। 

আলোচনায় সিদ্ধান্তের বিষয়ে বলা হয়েছে, প্রথম পর্যায়ে আগামী ৯ অক্টোবর বেলা ১২টায় ক্যাম্পাসে সক্রিয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহের প্রতিনিধিদের সাথে উপাচার্য মতবিনিময় করবেন। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2