হ্রদক্রিয়া বন্ধ হয়ে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী তারেক সিয়াম হ্রদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬.৫০ মিনিটে নোয়াখালী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। জানা যায়, সিয়ামে গ্রামের বাড়ী নড়াইল জেলায়।
সিয়ামের সহপাঠী তারেক বলেন, আজ (বুধবার) বিকেলে ফুটবল খেলার পরে সিয়াম বলে যে তার বুকে ব্যাথা হচ্ছে। এরপর আমরা ধারণা করি যে গ্যাসের ব্যথা হবে। তাই তাকে গ্যাসের ট্যাবলেট দিলে সে সেটা খেয়ে আমাদের সাথে আড্ডা দিচ্ছিলো। এক পর্যায়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে সিয়াম।
তার অন্য এক সহপাঠী বলেন, মুহূর্তের মধ্যে আমরা এদিক সেদিক ছুটোছুটি করে অ্যাম্বুলেন্স না পেয়ে তাকে রিকশাযোগে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু আপসোস, বন্ধুকে বাঁচাতে পারলাম না।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়ামের মরদেহ ক্যাম্পাসে শেষবারের জন্য আনা হয়েছে কিছুক্ষণ আগে। তবে, তখনো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বশীল কাউকে দেখা যায়নি।
উল্লেখ্য, সিয়ামের মরদেহ তার নিজ জেলা নড়াইলের উদ্দ্যেশে ছেড়ে যাওয়ার পর বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রাত ১১ টার মধ্যে মেডিকেল সেন্টার ও পরিবহন পুলকে যৌক্তিক কারণ উল্লেখ করতে আল্টিমেটাম দিয়েছেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: