জাবিতে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ ছাত্রদলের
ছবি: সংগৃহিত
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ৬০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এর আগে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে শাখা ছাত্রদলের কর্মী আবু বকর রাশেদ ওরফে রাশু বলেন, আজ (শনিবার) আমরা ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য খাবারের ব্যবস্থা করেছি। এছাড়া পরবর্তীতে তাদের জন্য শিক্ষা সামগ্রী এবং বৃত্তির ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ।
জাবি শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন বলেন, আমরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছি। সামনেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ নির্মাণ, সুষম অর্থনীতি প্রতিষ্ঠা ও অর্থনৈতিক স্বয়ম্ভরতা অর্জনে বিএনপি ও ছাত্রদল বদ্ধপরিকর। তিনি আওয়ামী লীগের শাসনামলে অর্থ পাচারের বিষয়ে কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সোচ্চার থাকার আহবান জানান। একই সঙ্গে কোনো অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিবাদ ও ছাত্রদলের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখারও নির্দেশনা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ইমন, মোঃ জোবায়ের হোসাইন, ইমরান, হাসান শাহরিয়ার, রাজুয়ার হোসাইন, রাকিব, মোস্তাফিজুর, ফেরদৌস, সুমন, রাসেল, জিল্লুর রহমান, সাকিব, অংসহ আরও অনেকে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: