ইবিতে ‘বি’ ইউনিটে উপস্থিতি হার ৯৬.৩৫ শতাংশ

সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই কেন্দ্রে মোট ৬৯২৪ জন শিক্ষার্থীর আসন বিন্যাস থাকলেও উপস্থিতি শিক্ষার্থী ছিল ৬৬৭১ জন। যা শতকরা বিবেচনায় ৯৬.৩৫ শতাংশ।
শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনে একযোগে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বি ইউনিটের কো-অর্ডিনেটর সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।
ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী’সহ অন্যান্য শিক্ষকদের নিয়ে পরীক্ষাকেন্দ্র গুলো পরিদর্শন করেন।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে প্রশ্ন ভালো হয়েছে।
কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সংবাদ এখন পর্যন্ত আসেনি উল্লেখ্য করে উপাচার্য সুষ্ঠুভাবেই সম্পূর্ণ পরীক্ষা সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/এসজি
মন্তব্য করুন: