• NEWS PORTAL

  • শনিবার, ০৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঔষধ-কলম নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ইবি ছাত্রদল

যায়িদ বিন ফিরোজ, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২০:০৩, ২ মে ২০২৫

আপডেট: ২০:১৮, ২ মে ২০২৫

ফন্ট সাইজ
ঔষধ-কলম নিয়ে ভর্তিচ্ছুদের পাশে ইবি ছাত্রদল

সুপেয় পানি, খাবার স্যালাইন, কলমসহ গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে আগত পরীক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকাও পালন করতে দেখা যায় তাদের অনেককেই।

শুক্রবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রদলের বুথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশে এসব আয়োজন করে সংগঠনটি।

শাখা ছাত্রদলের আয়োজনের মধ্যে ছিল পরীক্ষার্থী ও অভিভাবক জন্য সুপেয় পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, অভিভাবকদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম। এছাড়াও শিক্ষার্থীদের বরণ করে নিতে তারা ফুল ও সংগঠনের নাম সম্বলিত কলম উপহারস্বরূপ প্রদান করেন। এর-আগে গত ২৫ এপ্রিল সি ইউনিটের ভর্তি পরীক্ষায়ও সংগঠনটির এমন কার্যক্রম দেখা যায়।

এসময় বুথ ও সামগ্রিক কার্যক্রমে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন এবং ছাত্রদলকর্মী উল্লাস, মুক্তাদির, রোকন, রনি, সাক্ষর, তৌহিদ, আলামিন, জনি, সজীব, পুলক, অঙ্কন, তৌফিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এবিষয়ে আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, যতদিন এই এডমিশন টেস্ট চলবে প্রতিটি পরীক্ষার দিনেই ছাত্রদল এরকম শিক্ষার্থীবান্ধব কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের পাশে থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2