• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বেরোবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি

মো. শরীফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২২:০৩, ৩ মে ২০২৫

আপডেট: ২২:১৮, ৩ মে ২০২৫

ফন্ট সাইজ
বেরোবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালি

জাতিসংঘ সাধারণ পরিষদ ১৯৯৩ সালে ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করেছে। এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান, ‘সাহসী নতুন বিশ্বে রিপোর্টিং-স্বাধীন গণমাধ্যমে এআইয়ের প্রভাব’। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রংপুরের  বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।

শনিবার (৩ মে) দুপুর ১২টায় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শুরু হয়ে মিডিয়া চত্বর প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া সড়কে গিয়ে শেষ হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় শিক্ষার্থীরা বলেন, বিশ্ব গণমাধ্যম হোক মুক্ত। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ সংবাদ মুক্ত গণমাধ্যমের ধারাকে বিকশিত করবে। সবার কথা উঠে আসুক আবারও। বিশ্ব রাজনীতি যেন কোনোভাবেই এটিকে শিকলে বাঁধতে না পারে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, বাংলাদেশ তথা সারা বিশ্বে মুক্ত গণমাধ্যম হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি। মুক্ত গণমাধ্যম চর্চার মাধ্যমে পূর্বে গণমাধ্যমের যে বাঁধা গুলো ছিল তা থেকে উত্তরন করতে পারি। এর মাধ্যমে গণমাধ্যম যেন আগের চেয়ে আরও বেগবান হয়, যেসব জায়গায় আগে প্রতিবন্ধকতা ছিল তা দূর করে, মুক্ত চর্চার গণমাধ্যম আমরা প্রত্যাশা করি।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগেরবিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, বিশ্বে এখনো গণমাধ্যমকর্মীরা স্বাধীনতা পান না। শুধু বাংলাদেশেই নয়, অনেক দেশেই এই সমস্যা রয়েছে। সাংবাদিকদের জন্য বাংলাদেশে যে গণমাধ্যম কমিশন গঠন করা হয়েছে, তা যদি শুধু রিপোর্টেই সীমাবদ্ধ না থেকে বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের গণমাধ্যম একদিন রোল মডেল হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম বলেন, সাংবাদিকতায় যদি চাকরির নিশ্চয়তা দেওয়া যায়, তাহলে এটি একটি শক্তিশালী পেশা হিসেবে গড়ে উঠবে। এই পেশায় যে সুযোগ-সুবিধা আছে, সেগুলো নিশ্চিত করা গেলে সাংবাদিকতা বাংলাদেশের উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ যে, ২০২৫ -এ ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৪৯তম। ২০২৪ সালের মে মাসে প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। এবার ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদন অনুযায়ী এ বছর মুক্ত সংবাদমাধ্যমের বিবেচনায় ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৩৩ দশমিক ৭১। যা গত বছর (২০২৪ সালে) ছিল ২৭ দশমিক ৬৪।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2