• NEWS PORTAL

  • রবিবার, ০৪ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আড়াই মাস অচলাবস্থার পর কুয়েট খুললেও হলো না ক্লাস

প্রকাশিত: ১২:১১, ৪ মে ২০২৫

ফন্ট সাইজ
আড়াই মাস অচলাবস্থার পর কুয়েট খুললেও হলো না ক্লাস

দীর্ঘ আড়াই মাস অচলাবস্থার পর খুলেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। তবে, তদন্ত ছাড়াই ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন শিক্ষকরা। 

জানা যায়, সিন্ডিকেটের সভার সিদ্ধান্ত অনুযায়ী রবিবার (৪ মে) থেকে ক্লাস শুরু হওয়ার কথা। কিন্তু, শিক্ষক সমিতির নেতারা বলছেন, লাঞ্ছনাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

অন্যদিকে, ভুল-ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে শিক্ষার্থীরা। তারা চান দ্রুত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হোক।

১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এর জেরে সংঘর্ষে আহত হয় দেড় শতাধিক শিক্ষার্থী। পুরো ঘটনার সাথে ভিসির সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিরাপত্তা ইস্যুতে তাকে লাঞ্ছিত করা হয়। শেষ পর্যন্ত লাগাতার আন্দোলনের মুখে অব্যাহতি দেয়া হয় ভিসি ও প্রো-ভিসিকে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2