• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জবি শিক্ষার্থীরা লিখলেন- ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’

প্রকাশিত: ১৯:০১, ১৫ মে ২০২৫

আপডেট: ১৯:২৩, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
জবি শিক্ষার্থীরা লিখলেন- ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথে হল দে’

জবি শিক্ষার্থীরা লিখলেন- ‘রক্ত লাগলে রক্ত নে, জগন্নাথের হল দে’

পুলিশি হামলার বিচার ও আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্নসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরইল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ক্লাসে ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন জগন্নাথের শিক্ষক সমিতি। 

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল মসজিদ মোড়সংলগ্ন এলাকায় তারা আন্দোলন চালিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে লেখেন, ‘রক্ত লাগলে রক্ত নে, জবিয়ানদের হল দে’। এ ছাড়া ‘হল চাই, হল দে’, ‘বিপ্লবে বলীয়ান, নির্ভীক জবিয়ান’, ‘বৈষম্যবিহীন বাজেট চাই’সহ বিভিন্ন লেখা মুখে, বুকে ও হাতে লিখেছেন জবি শিক্ষার্থীরা।

রাজধানীর কাকরাইল মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে অবস্থান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। এবার আর আশ্বাস নয় দাবি আদায় করে রাজপথ ছাড়ার অঙ্গীকার তাদের।

তিন দফা দাবির সঙ্গে তাদের ওপর পুলিশের হামলার বিচার চান তারা। সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও রাজপথে থেকে দাবি আদায়ের ঘোষণা দেন।

কাকরইল মোড় অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। যার চাপ পড়ে আশপাশের সড়ক গুলোতে। ভোগান্তিতে পড়তে হয় সাধারন মানুষকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2