• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

নোবিপ্রবিতে প্রথম গবেষণা মেলা, অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী

ফজলে এলাহী ফুয়াদ, নোবিপ্রবি

প্রকাশিত: ১৬:৫৮, ২৪ জুন ২০২৫

আপডেট: ১৬:৫৯, ২৪ জুন ২০২৫

ফন্ট সাইজ
নোবিপ্রবিতে প্রথম গবেষণা মেলা, অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) দিবস উদযাপনকে ঘিরে রিসার্চ ফেয়ার ও অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদানসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গোল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ার উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। উদ্বোধন শেষে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে রিসার্চ ফেয়ারে অংশ নেয়া বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও সংগঠনের স্টলসমূহ পরিদর্শন করেন। এরপর বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন অডিটোরিয়ামে অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ৭০ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং ৩১ জন শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার ভিত্তি প্রস্তর স্থাপন ও সেবা এবং উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিকেলের অধিবেশনে বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিন অডিটোরিয়ামে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো নোবিপ্রবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও ডিনস্ অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হলো। এরমধ্যে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডের আওতায় রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড, বেস্ট উইমেন রিসার্চার অ্যাওয়ার্ড ও বেস্ট ইয়ং রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে তিনজন শিক্ষককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আর প্রতিটি অনুষদ থেকে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী তিনজন করে শিক্ষার্থীকে ডিন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, অল্প সময়ের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিতে জায়গা করে নিয়েছে নোবিপ্রবি, আরও বেশি গবেষণা করতে পারলে উচ্চ শিক্ষায় নোবিপ্রবি একটি রোল মডেল হিসেবে কাজ করতে পারবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2