ঢাবিতে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের জন্য ছাত্রী সংস্থার ফিমেল হেল্প ডেস্ক
ঢাবিতে ছাত্রী সংস্থার ফিমেল হেল্প ডেস্ক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হতে আসা নবাগত শিক্ষার্থীদের জন্য বিশেষ সেবা প্রদান উপলক্ষে ফিমেল হেল্প ডেস্ক স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাবি শাখা। মঙ্গলবার (২৪ জুন) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে তিনদিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে এই হেল্প ডেস্ক পরিচালিত হচ্ছে। স্থানগুলো- কার্জন হল গেটের পাশে, কলা অনুষদের ডিন অফিসের বিপরীতে এবং সেন্ট্রাল লাইব্রেরির পাশে।
এ সময় ছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে হেল্প ডেস্কে স্যালাইন, চকলেট, কলম, টিস্যু, পানিসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত চলবে। ভর্তি কার্যক্রম চলাকালীন প্রতিদিনই ইনশাআল্লাহ হেল্প ডেস্ক পরিচালিত হবে।
ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না জানিয়েছেন- "আমরা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের তথ্য সহায়তার জন্য ৩ টি হেল্প ডেস্ক দিয়েছি৷ তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা ও ভর্তি কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে এই আয়োজন। আমরা তাদেরকে সহায়তা করার চেষ্টা করেছি এবং আগামী ৩০ তারিখ পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবার জন্য সুস্থ, সুন্দর ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সদা সচেষ্ট থাকবে ইনশাআল্লাহ।"
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আফসানা আক্তার জানান- "নবীন শিক্ষার্থীরা আমাদের কাছে এসে বিভিন্ন তথ্য জেনে উপকৃত হয়েছে। তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। অভিভাবকগণও আমাদের কার্যক্রমে তাদের আস্থার বিষয়টি প্রকাশ করেছেন। আমাদের এ যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।"
হেল্প ডেস্কের কার্যক্রম শুরু হয় দুপুর ১২:০০ টায় এবং বিকেল ৪:৩০ পর্যন্ত ভর্তি সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: