• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নজরুল বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১:৪৭, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নজরুল বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল। মঙ্গলবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পটভূমি তুলে ধরে বলেন, জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে যে গণজাগরণ শুরু হয়েছিল, তা আবু সাঈদের নির্মম হত্যাকাণ্ডের পর বিশাল বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়ে একটি গণঅভ্যুত্থান ঘটায়, যার মাধ্যমে ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারকে উৎখাত করে একটি নতুন বাংলাদেশের পথ রচনা করা হয়।

তিনি আরও বলেন, এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই অর্জন যেন দীর্ঘস্থায়ী হয়, সেই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল হতে হবে। জুলাই-আগষ্টের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই।

এসময় উপাচার্য আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফ্তি মো. আব্দুল হাকীম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2