• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জবির দুই শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১৫:৩৬, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জবির দুই শিক্ষকের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে ভিসি ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভাবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও’, ‘ছাত্রদলের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’, এসব স্লোগান দেন।


হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের বিবৃতি।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে। ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের মধ্যে অভ্যুত্থানে আহতদের ওপর ছাত্রলীগের ট্যাগ দিতে হামলা ছাত্রদল হামলা করেছে বলেও অভিযোগ তাদের।

শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের নিরাপত্তা নেই। সেখানে সন্ত্রাসীদের থেকে সাধারণ শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবে? এ ঘটনায় এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিন্দাও জানায়নি। পাশাপাশি শিক্ষক সমিতিও নিরব ভূমিকায় রয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ সাজিদ’ ভবনের নিচে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের বিরুদ্ধে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম তাকে বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করে ছাত্রদলের নেতকর্মীরা।

এছাড়া, বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং ও যুগ্ম-আহ্বায়ক ফারুককেও মারধর করা হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2