ঢাবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বুধবার (১৬ জুলাই) বিকালে উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরি, মল চত্বর ও মধুর ক্যান্টিন এলাকায় শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আবু সাঈদ, শহীদ মেহেদী হাসান রাব্বী, শহীদ মীর মুগ্ধ এবং শহীদ রিয়া গোপের নামে ৫ টি ফলজ ও ভেষজ বৃক্ষ রোপণ করা হয়।
উদ্বোধনী কর্মসূচিটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন সহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতৃবৃন্দ।
এই বৃক্ষরোপণ কর্মসূচিটি আগামী ৫ আগস্ট পর্যন্ত চলমান থাকবে এবং আজকের উদ্বোধনী কর্মসূচির পরবর্তীতে আগামী দিনগুলোতে হল পর্যায়ে জুলাই শহীদদের নামে ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিভি/এআই
মন্তব্য করুন: