• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গোপালগঞ্জে কারফিউ: এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

প্রকাশিত: ২১:৩৯, ১৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গোপালগঞ্জে কারফিউ: এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে হামলা ও সংঘর্ষকে কেন্দ্র করে ২২ ঘণ্টার কারফিউ জারি হয়েছে গোপালগঞ্জে। এতে সেখানে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষাসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ শহরে আমাদের একটি কেন্দ্র। বৃহস্পতিবার যেসব বিষয়ে পরীক্ষা, সেগুলোয় ওখানে পরীক্ষার্থী কম। এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এর আগে, সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে হামলা ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১৫ জনের আহত হওয়ার খবরও পাওয়া গেছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2