• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘যেদিন আমাদের সন্তানদের মার্ডার করছিল, সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল?’

প্রকাশিত: ১৮:২৯, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১৮:৩০, ১৩ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘যেদিন আমাদের সন্তানদের মার্ডার করছিল, সেদিন আপনাদের বিবেক কোথায় ছিল?’

অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান

হাসিনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক জুলাই গণহত্যায় উৎসাহ দিয়েছে, তাদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। রবিববার (১৩ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এ দাবি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। 

তিনি বলেন, ‘খুনের নির্দেশ দেওয়া নিয়ে হাসিনার যে অডিও ফাঁস হয়েছে, তা শতভাগ সত্য। আমরা তার বিচার দাবি করি। এই সরকারের বিরুদ্ধে দেখলাম, কতিপয় আওয়ামীপন্থী শিক্ষক বিবৃতি দিয়েছে, সে দিন আপনাদের বিবৃতি কোথায় ছিল। যেদিন আমাদের সন্তানদের গায়ে হাত তুলেছিল, অত্যাচার করেছিল, মার্ডার করেছিল; তখন তো বিবৃতি দেন নাই, তাদের পক্ষে আপনারা দাঁড়ান নাই। কেন আজকে আপনাদের মাঝে এই বিবেক আসলো, এটা আমার প্রশ্ন। যারা সে সময় আওয়ামী সরকারকে সহায়তা করেছে বিভিন্নভাবে, আমি পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি।’ 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের যেসব এমিরেটাস অধ্যাপক রাষ্ট্রীয় দমন-পীড়নের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের এমিরেটাস খেতাব অবিলম্বে বাতিল করা হোক। তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2