জামায়াতের সমাবেশ: পরীক্ষা থাকলে ‘সময় নিয়ে’ বের হওয়ার পরামর্শ ঢাবি প্রশাসনের

সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো ‘জাতীয় সমাবেশ’ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। এদিন পরীক্ষা থাকা শিক্ষার্থীদের ‘হাতে সময় নিয়ে’ বের হতে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পাঠানো জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে, শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক দলের সমাবেশ হবে।
“এ জন্য পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার প্রস্তুতি নেবেন, যেন নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।”
সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো ‘জাতীয় সমাবেশ’ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
এক বার্তায় দলটি বলেছে, বেশ কিছু দাবিতে তারা এ সমাবেশ করতে যাচ্ছে। এসব দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— অবাধ নির্বাচনের লক্ষ্যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন।
বিভি/টিটি
মন্তব্য করুন: