• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন

সরকারের সিদ্ধান্তকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

রোহান চিশতী, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৭:০৭, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সরকারের সিদ্ধান্তকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাল কার্ড

জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে ‘লাল কার্ড সমাবেশ’ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ ‘চির উন্নত মমশির’ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে জাতিসংঘের কমিশনের বিরুদ্ধে তাদের অবস্থান জানান। প্ল্যাকার্ডে লেখা ছিল: "গাজায় যখন মানুষ মরে, জাতিসংঘ কি করে?"; "কমিশন না সার্বভৌমত্ব? — সার্বভৌমত্ব! সার্বভৌমত্ব!"; "জাতিসংঘের চুক্তি মানেই মূল্যবোধের হুমকি"; "গোলামি না মুক্তি? — মুক্তি! মুক্তি!"।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের উপস্থিতি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মূল্যবোধের জন্য একটি বড় হুমকি।

বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফ রায়হান বলেন, "বাংলাদেশে কোনোভাবেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে কোনো ভুয়া সংগঠন প্রতিষ্ঠিত হতে দেয়া যাবে না। অথচ ড. ইউনুস সরকারের মাধ্যমে এই অনুমোদন দ্রুতই পাস হয়েছে। এটি দেশের বিরুদ্ধে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠার একটি ষড়যন্ত্র।"

মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী নাজমুল সাহা শিবলু বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা এটি কোনো মানবাধিকার সংস্থা নয় এটি একটি কুকুরের সংগঠন যেখানে কুকুর মরলে সমবেদনা জানানো হয় এবং মানুষ মারা গেলে কোনো সমবেদনা প্রকাশ করা হয় না।

বিভি/এজেড

মন্তব্য করুন: