ট্রেনে কাটা পড়ে বাকৃবির ২২টি উন্নত জাতের ভেড়ার মৃত্যু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণায় ব্যবহৃত ২২টি উন্নত জাতের ভেড়া ট্রেনে কাটা পড়ে মারা গেছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ সংলগ্ন রেললাইন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভেড়াগুলো বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের আওতায় গবেষণা ও প্রজনন কাজে ব্যবহার করা হচ্ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিহত প্রতিটি ভেড়ার বাজারমূল্য প্রায় ৩০ থেকে ৬০ হাজার টাকা। ফলে প্রাথমিকভাবে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতির শঙ্কা করা হচ্ছে। শুধু আর্থিক ক্ষতিই নয়, গুরুত্বপূর্ণ গবেষণাও মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, “শুক্রবার দুপুরে রাখালরা ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে ভেড়াগুলো রেললাইন সংলগ্ন ঘাসের জমিতে নিয়ে যায়। এ সময় হঠাৎ ট্রেন চলে এলে অসাবধানতাবশত একসঙ্গে ২২টি ভেড়া কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।”
তিনি আরও জানান, এসব ভেড়া দীর্ঘদিন ধরে অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারির তত্ত্বাবধানে গবেষণা, প্রজনন এবং জাত উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের আওতায় লালনপালন করা হচ্ছিল। এ দুর্ঘটনার ফলে কেবল আর্থিক ক্ষতি নয়, দীর্ঘমেয়াদি গবেষণাও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও গবেষক জানান, ভেড়াগুলোর মৃত্যুর ঘটনায় পুরো বিভাগের গবেষণাকর্মে বড় ধরনের ধাক্কা লাগবে। প্রজনন সক্ষম উন্নত জাতের ভেড়াগুলো আবার তৈরি করতে সময় ও অর্থ—দুটোই লাগবে ব্যাপকভাবে।
বিভি/এজেড
মন্তব্য করুন: