শিক্ষার বাতিঘর করতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলো উদ্যোগ

ফাইল ছবি
আওয়ামী লীগ সরকারের বৈষম্য ভাঙার আন্দোলনে বারুদ জ্বলেছিলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেই আন্দোলনে স্বৈরাচারের পতন হলেও প্রত্যাশার পালে কতটুকু হাওয়া লেগেছে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে। বাজেটে কী পেলো এমন প্রশ্ন ঘুরছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নেওয়া হয়েছে মেগা প্রকল্প। বিশেষজ্ঞরা বলছেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সরকারের বিশেষ বরাদ্দ পেলে তবেই সার্থক হবে জুলাই বিপ্লব।
শহীদ আবু সাঈদ শুধু একটি নাম নয় গণঅভ্যুত্থানের একটি ইতিহাস। বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নে প্রাণ উৎসর্গ করেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী।
সাঈদের আত্মোৎসর্গই যুগান্তকারী পরিবর্তনের বার্তা দিয়েছিল। ক্ষমতায় এসেছে অগ্রযাত্রার সরকার। তবে প্রশ্ন উঠছে এই বাজেটে কী পেলো সাঈদের বিশ্ববিদ্যালয়?
শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, সুশীল সমাজও জানতে চায় আহতদের চিকিৎসা, নিরাপত্তা এবং শিক্ষায় কেমন বরাদ্দ? ন্যায্য চাহিদা পূরণ না হলে শহীদের আত্মত্যাগ কি বৃথা যাবে? তবে সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার বাতিঘর করতে নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ।
২০২৬-২৭ অর্থ বছরে অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ হাজার কোটি টাকার প্রকল্প তৈরি করলেও, শিক্ষার্থীদের দাবি, শহীদ সাঈদের নামেই স্থাপন হোক একটি গবেষণা কেন্দ্র, বরাদ্দ বাড়ুক উন্নয়নে। নয়তো ‘ন্যায়ভিত্তিক বাংলাদেশ’ কেবলই থাকবে কাগজে-কলমে।
বিভি/এসজি
মন্তব্য করুন: