• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৮, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৯, ১০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর

দীর্ঘ ৩২ বছরের অপেক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয়বারের মতো ঘোষিত তফসিল অনুযায়ী, ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী সময়সূচি:১০ আগস্ট: খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ। ১৭ আগস্ট: চূড়ান্ত ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ। ১৮ আগস্ট: মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। ২৫ আগস্ট: খসড়া প্রার্থী তালিকা প্রকাশ। ২৯ আগস্ট: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।


প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ঐতিহাসিক নির্বাচন। গত ৩০ এপ্রিল প্রথম দফায় তফসিল ঘোষণা করা হলেও পরে তা স্থগিত করা হয়।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2