• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঢাকা কলেজের হলে অবস্থানরত মাস্টার্সের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

মো. ওবায়দুল্লাহ, ঢাকা কলেজ 

প্রকাশিত: ২২:৪২, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ২২:৪৩, ১০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ঢাকা কলেজের হলে অবস্থানরত মাস্টার্সের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

ঢাকা কলেজের হলে অবস্থানরত মাস্টার্সের শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন। রবিবার (১০ আগস্ট ) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষপর্বের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, যারা এখনো বিভিন্ন ছাত্রাবাসে অবস্থান করছে তারা আগামী ১৫/০৮/২০২৫ খ্রি. তারিখের মধ্যে ছাত্রাবাস ত্যাগ করার জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে ঢাকা কলেজ হল কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আমরা মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের হল ত্যাগের বিষয়ে অনেক আগেই বলেছি। তারা জুন পর্যন্ত সময় চেয়েছিল এরপরেও আমরা তাদের আরও বেশি সময় দিয়েছি। যারা হল ত্যাগ করবে না তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, নতুন কোন শিক্ষার্থীদের হলে আপাতত সিট বরাদ্দ দেওয়া হবে না। ইলিয়াস ছাত্রবাস থেকে  শিক্ষার্থীদের সরিয়ে নিতে মন্ত্রণালয় থেকে আমাদের প্রতি নির্দেশনা রয়েছে। ইলিয়াস হলের ১১০ টি সিটের মধ্যে লটারি আকারে মাস্টার্সের শূন্য আসনে সিট বন্টন করা হবে। এবং বাকি শিক্ষার্থীদের মাস্টার্স হলের নতুন রিডিং রুমের পাশে সিট বরাদ্দ দেওয়া হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2