• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সরকারের আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলো শিক্ষকরা

প্রকাশিত: ১৮:৪২, ১৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সরকারের আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করলো শিক্ষকরা

ছবি: সংগৃহীত

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ কয়েকটি দাবি পূরণে সরকারের আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত শিক্ষক সমাবেশ থেকে এসবের দাবি জানান সারা দেশ থেকে আসা শিক্ষকরা। কয়েক হাজার শিক্ষকের এই সমাবেশের কারণে প্রেসক্লাব ও আশপাশের সড়কে সকাল থেকেই বন্ধ হয়ে যায় যান চলাচল। 

দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণসহ কয়েকটি দাবিতে পূর্ব ঘোষিত সমাবেশে অংশ নিতে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকেই প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন সারা দেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা। কয়েক হাজার শিক্ষক-কর্মচারীর এই সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষকরা।  সমাবেশে আসা শিক্ষকরা জানান, বর্তমান উচ্চমূল্যের বাজারে সামান্য বেতনে পরিবার চালানোই কষ্টসাধ্য।

সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে একই সিলেবাসে পাঠদান হলেও বেসরকারি শিক্ষকরা কেন সব সুবিধা থেকে বঞ্চিত হবেন এমন প্রশ্নও তোলেন শিক্ষকরা।

সমাবেশ থেকে দশজনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে গেলে দাবি আদায়ের আশ্বাসে কর্মসুচী স্থগিত করেন শিক্ষকরা। তবে, একমাসের মধ্যে সব দাবিপূরণ না হলে ১৫ সেপ্টেম্বর থেকে টানা কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা।

 

বিভি/এআই

মন্তব্য করুন: