• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

প্রকাশিত: ১৮:৫৮, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫৯, ১৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পরিবেশ উপদেষ্টার পদত্যাগ দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে ঢাকা-উত্তর-দক্ষিণাঞ্চলের রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের ক্রসিংয়ে অবস্থান নিয়ে অবরোধ শুরু করে তারা।

বৃষ্টিতে ভিজেও অবরোধ অব্যাহত রাখা শিক্ষার্থীরা, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের এ অবরোধের কারণে যমুনা সেতু হয়ে ঢাকার সাথে উত্তর-দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগযোগ বন্ধ হয়ে যায়। এতে উল্লাপাড়া রেলস্টেশনের দুই প্রান্তের স্টেশনগুলিতে আটকা পড়েছে ধুমকেতু, সিল্কসিটি, চিলাহাটি এক্সপ্রেসসহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদনের সরাসরি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বিভি/এআই

মন্তব্য করুন: